অনুসরন করুন


Blogger widgets
IconIcon Icon

vvvv

ঘুরে আসুন জৈন্তাপুর।

 জৈন্তাপুর সিলেটের একটি প্রাচীন জনপদ এখানে রয়েছে জৈন্তা রাজবাড়ি, খাসিয়াপাড়া আর সাইট্রাস গবেষণা কেন্দ্র ছাড়া লালাখাল আর জাফলং জৈন্তাপুর থেকে একেবারে কাছে পাশেই রয়েছে জৈন্তা হিল রিসোর্ট এর আশপাশের নয়নাভিরাম সৌন্দর্যের সঙ্গে এখানকার ঝরনা আপনাকে গ্ধ করবে খুব কাছে দাঁড়িয়ে দেখা যায় মেঘালয়ের উঁচু উঁচু সব পাহাড় আশপাশ বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরা জাম্বুরা আর কমলা গাছ প্রচুর তা ছাড়া এখানে আকাশছোঁয়া পালান গাছ আছে
এখানকার বাড়িগুলো খুব সুন্দর প্রতিটি বাড়িতে সুপারি, স্থলপদ্ম আর জবা গাছের দেখা মিলবেই সুপারি গাছে সবাই পানের চাষ করে থাকে প্রতিটি বাড়ির সামনের অংশ পাথর দিয়ে বাঁধাই করা
অনেকের মত, এসব পাথরের বয়স প্রায় ২০০ বছর, একেবারে জৈন্তা রাজার আমলের
এখানে পথের ধারে পড়ে আছে বিশাল সব পাথরখ-, যা বহু আগে মাটি খুঁড়ে পাওয়া গেছে প্রত্নতত্ত্ববিদদের মতে, এসব একেকটা মেগালিথিক সমাধি এখানে বলে রাখি, মেগালিথিক হচ্ছে স্থাপনা তৈরির জন্য ব্যবহৃত বিশাল সব পাথর সিমেন্ট ব্যবহার না করে কেবল পাথর দিয়ে তৈরি হয় একেকটা মেগালিথিক, যার নিদর্শন আপনি এই জৈন্তাপুরে এলে দেখতে পাবেন জৈন্তাপুরের রাজকীয় স্থাপনা বা পুরাকীর্তি আমাদের দেশের পুরাকীর্তিগুলোর একটি এখানে রয়েছে জৈন্তেশ্বরী বাড়ি বা দরবার হল বেশির ভাগ মানুষ দরবার হলকেই রাজবাড়ি বলে মনে করে দরবার হল, রাজবাড়ি আর বটতলার কাছেই সাইট্রাস গবেষণা কেন্দ্র প্রতিদিন এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় জমে পথ ধরে সামনে গেলে মেঘালয় দেখা যায় যত সামনে যাওয়া যায়, মেঘালয় তত স্পষ্ট হয়

সাইট্রাস গবেষণা কেন্দ্রের শেষ সীমানা থেকে একেবারে কাছে ভারতের মেঘালয় রাজ্য পাশ থেকে স্পষ্ট দেখা যায় ভারতের ঘরবাড়ি, রাস্তাঘাট দেখা যায় বেশ কিছু পাহাড়ি ঝরনা আর মেঘেদের খেলা
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
সম্পাদক: টিটু ইফতেখার
কপিরাইট © 2011. বাংলাদেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন - সর্বসত্ব সংরক্ষিত
টেমপ্লেট সম্পাদনা - আলভী ডিজাইন