অনুসরন করুন


Blogger widgets
IconIcon Icon

vvvv

গান্ধী আশ্রম

গান্ধী আশ্রম নোয়াখালীর একটি দর্শনীয় ঐতিহাসিক নিদর্শন নোয়াখালী জেলা সদর মাইজদী কোর্ট হতে প্রায় ২৫ কিমি উত্তরে সোনামুড়ী উপজেলার জয়াগ বাজার সংলগ্ন সড়কের পাশে এর অবসথান
১৯৪৬- এর শেষ ভাগে সারা ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়ে তখন পশ্চিমবঙ্গের ম্প্রদায়িক দাঙ্গার প্রভাব এসে পড়ল নোয়াখালীতে বিশেষ করে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় সাম্প্রদায়িকতার তান্ডবলীলা দেখা দেয় মশালের আগুনে পুড়ে যায় বহু সাজানোসংসার, সবুজ মাটি লাল হয়ে যায় সাম্প্রদায়িক দাঙ্গার রক্তের প্লাবনে শান্তি মিশনের অগ্রদূত হয়ে নোয়াখালীতে ছুটে আসেন অসহযোগ অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধী
১৯৪৬ সালের নভেম্বর চৌমুহনী রেলস্টেশনে প্রথম মহাত্মা গান্ধী নোয়াখালীর মাটিতে পদার্পন করেন তৎকালীন এম.এল.. শ্রী হারান ঘোষ চৌধুরীর উদ্যেগে নোয়াখালীর প্রথম জনসভা অনুষ্ঠিত হয় চৌমুহনীতে মহাত্মা গান্ধী সে জনসভায় প্রথম বক্তৃতা করেন এরপর দত্তপাড়া এলাকায় সভার মধ্য দিয়ে শুরু হয় গান্ধীর গ্রাম পরিক্রমা এভাবে ঘুরতে ঘুরতে ১৯৪৭ সালের ২৯ জানুয়ারি তিনি জয়াগ গ্রামে এসে পৌঁছেন সেদিনই নোয়াখালী জেলার প্রথম ব্যারিস্টার জয়াগ গ্রামের কৃতী সন্তান হেমন্ত কুমার ঘোষ মহাশয় তাঁর জমিদারির স্থাবর- অস্থাবর সম্পত্তি জনকল্যাণ খাতে ব্যয়ের উদ্দেশ্যে মহাত্মা গান্ধীর নামে উৎসর্গ করেন এবং তার পিতামাতার নামানুসারে 'অম্বিকা কালীগঙ্গা চেরিটেবল ট্রাস্ট' নামের একটি ট্রাস্ট গঠন করেন আশ্রম পরিচালনার ভার দেয়া হয় গান্ধীজীর স্নেহভাজন, জনসেবা ব্রতী, চিরকুমার শ্রীযুক্ত চারু চৌধুরী মহাশয়ের ওপর তখন হতে উক্ত সম্পত্তি সদ্ব্যবহারের মাধ্যমে স্থানীয় অধিবাসীর ভাগ্য উন্নয়নের কার্যক্রম শুরু হয়

 তবে ১৯৭৫ সালে এক সরকারি সিদ্ধান্তের মাধ্যমে 'অম্বিকা কালীগঙ্গা চেরিটেবল ট্রাস্ট' ভেঙে 'গান্ধী আশ্রম ট্রাস্ট' সৃষ্টি করা হয় ১৯৪৭ সালের মার্চ আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গার খবর ওয়ায় গান্ধীজি বিহার ফিরে যাওয়ার আগে চারু চৌধুরীকে নোয়াখালীতে শান্তি মিশন ট্রাস্টের কাজ চালিয়ে যেতে বলেন এবং আবার নোয়াখালী আসার প্রতিশ্রুতি দেন তবে পরের বছরই তিনি মৃত্যুবরণ করায় তার আর নোয়াখালী বা জয়াগে আসার সুযোগ হয়নি এদিকে গান্ধীজি না আসতে পারলেও চারু চৌধুরী গান্ধীজিকে দেওয়া কথা অনুযায়ী ট্রাস্ট আর শান্তি মিশনের কাজ এগিয়ে নিয়ে যান বর্তমানে গান্ধী আশ্রমে গান্ধীজির নামে একটি জাদুঘরও আছে যাতে গান্ধীজির তখনকার নোয়াখালী সফরের একশতাধিক ছবি ব্যবহূত জিনিসপত্র প্রকাশিতলেখা সংরক্ষিত আছে
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
সম্পাদক: টিটু ইফতেখার
কপিরাইট © 2011. বাংলাদেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন - সর্বসত্ব সংরক্ষিত
টেমপ্লেট সম্পাদনা - আলভী ডিজাইন