অনুসরন করুন


Blogger widgets
IconIcon Icon

vvvv

Home » , , » আকাশের কোল ঘেষে নীলগিরির চূড়া।

আকাশের কোল ঘেষে নীলগিরির চূড়া।

সমুদ্র সমতল হতে ২২০০ ফুট উপরে আকাশের কোল ঘেষে প্রাকৃতিক সৌন্দর্যের স্বপ্নরাজ্য নীলগিরি
নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবান  জেলায় নীলগিরি পাহাড়চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র
সমুদ্রপৃষ্ঠ থেকে অতি উচ্চে অবস্থানের কারণে এই স্থানটি সর্বদা মেঘমণ্ডিত আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ
এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর ধেকে ৫০ কিলোমিটার দূরে কাফ্রুপাড়াসংলগ্ন পাহাড়চূঁড়ায় অবস্থিত
 এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র বান্দরবান থেকে চাঁদের গাড়ি কিংবা জীপ-মাইক্রো বাসে অসাধারণ সুন্দর সবুজ পাহাড় দেখতে দেখতে খুব সুন্দর একটা অনুভুতি মাঝে মাঝে আকাবাকা আর উঁচু নিচু রাস্তার পেরিয়ে নীলগিরি

নীলগিরি যাবার পথে পড়বে পাহাড়ি ঝরনাচিম্বুক পাহাড়আর দূরের কেওক্রাডাং মিয়ানমারের পাহাড় পুরো পথের সঙ্গী হয়ে থাকবে
নীলগিরি যেন প্রকৃতির এক অনন্য দাননীলগিরিতে গেলে মনে হবে আপনি আকাশের কাছাকাছি পৌঁছে গেছেন মেঘেরা নিজ থেকেই আপনাকে ছুঁয়ে যাবে নীলগিরির চূড়া থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেওক্রাডংপ্রকৃতিক আশ্চর্য বগালেককক্সবাজারের সমুদ্রচট্টগ্রাম সমুদ্র বন্দরের আলো-আঁধারি বাতি এবং চোখ জুড়ানো পাহাড়ের সারিও দেখতে পাওয়া যায় সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যায় নীলগিরির কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি ম্রো উপজাতীয় গ্রাম
নীলগিরির রাতের সৌন্দর্য আরো হতবাক করে চারিদিকের হরিণশিয়ালসহ বিভিন্ন বন্য প্রাণীর ডাক আর পাহাড়গুলোর আলো-আঁধারির খেলা মুগ্ধ করবে আপনাকে


Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
সম্পাদক: টিটু ইফতেখার
কপিরাইট © 2011. বাংলাদেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন - সর্বসত্ব সংরক্ষিত
টেমপ্লেট সম্পাদনা - আলভী ডিজাইন