অনুসরন করুন


Blogger widgets
IconIcon Icon

vvvv

Home » , , » বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন।

বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন।


সর্ব দক্ষিনে বঙ্গোপসাগরের মাঝে উত্তর-পূর্বাংশে অসংখ্য প্রবাল রাশি মিলে তৈরি হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এটি নাফ নদীর মোহনায় অবস্থিত কিছু আরব বণিক চট্টগ্রাম থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করতো তারা এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরাঅপরদিকে দ্বীপটিতে প্রচুর নারিকেল পাওয়া যায় তাই স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে
১৮৯০খ্রিষ্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপের বসতি স্থাপনের জন্য আসেএরা ছিল মূলত মৎস্যজীবিআগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউগাছ ছিলসম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ঠ এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিলকালক্রমে পুরো দ্বীপটি একসময় 'নারকেল গাছ প্রধান' দ্বীপে পরিণত হয়এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে১৯০০ খ্রিষ্টাব্দের দিকে ব্রিটিশ ভূ-জরীপ দল এই দ্বীপকে ব্রিটিশ-ভারতের অংশ হিসাবে গ্রহণ করেজরীপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিষ্টান সাধু মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে সেন্ট মার্টিন্স দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বাএ দ্বীপের তিন দিকের ভিত শিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠেএগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় ১০-১৫ বর্গ কিলোমিটারদ্বীপটির প্রধান গঠন উপাদান হলো চুনাপাথর সেন্ট মার্টিন্স দ্বীপে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল, ১শ ৮৭ প্রজাতির শামুক-ঝিনুক, ১শ ৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১শ ৫৭ প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ,২শ ৪০ প্রজাতির সামুদ্রিক মাছ, চার প্রজাতির উভচর ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রানী ও ১শ ২০ প্রজাতির পাখি পাওয়া যায়স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত অযালগি এক ধরণের সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিন্সে প্রচুর পাওয়া যায়এছাড়াও অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে রয়েছে স্পঞ্জ, শিল কাঁকড়া, সন্যাসী শিল কাঁকড়া,লবস্টার ইত্যাদিমাছের মধ্যে রয়েছে পরী মাছ, প্রজাপতি মাছ, বোল করাল,রাঙ্গা কই, সুঁই মাছ, লাল মাছ,উড়ুক্কু মাছ ইত্যাদি  সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার স্থান হিসেবে জায়গাটি খ্যাত দ্বীপের প্রচুর পরিমাণে কেওড়ার ঝোপ-ঝাড় আছেদক্ষিণ দিকে কিছু ম্যানগ্রোভ গাছ আছেঅন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া, শ্যাওড়া, সাগরলতা, বাইন গাছ ইত্যাদি এছাড়া সমগ্র সেন্ট মার্টিন জুড়ে রয়েছে বিভিন্ন রং এর নুরি পাথর
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
সম্পাদক: টিটু ইফতেখার
কপিরাইট © 2011. বাংলাদেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন - সর্বসত্ব সংরক্ষিত
টেমপ্লেট সম্পাদনা - আলভী ডিজাইন