অনুসরন করুন


Blogger widgets
IconIcon Icon

vvvv

Home » , , » ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি ষাটগম্বুজ মসজিদ।

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি ষাটগম্বুজ মসজিদ।

 ষাটগম্বুজ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদমসজিদটির গায়ে কোনো শিলালিপি নেইতাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাতবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান--জাহান নির্মাণ করেছিলেন, সে সম্পর্কে কোনো সন্দেহ থাকে নাধারণা করা হয়, তিনি ১৫০০ শতাব্দীতে এটি নির্মাণ করেন
মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিলপাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকেএটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো সম্মান প্রদান করেমসজিদের চার কোণে চারটি মিনার আছেমসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ আছেএগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে ১০টি করে স্তম্ভ আছেপ্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো, শুধু পাঁচটি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছেএই ৬০টি স্তম্ভ চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজমসজিদটির নাম ষাটগম্বুজ (৬০ গম্বুজ) হলেও এখানে গম্বুজ মোটেও ৬০টি নয়, গম্বুজ ১১টি সারিতে মোট ৭৭টি
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
সম্পাদক: টিটু ইফতেখার
কপিরাইট © 2011. বাংলাদেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন - সর্বসত্ব সংরক্ষিত
টেমপ্লেট সম্পাদনা - আলভী ডিজাইন