অনুসরন করুন


Blogger widgets
IconIcon Icon

vvvv

Home » , , , , » ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বনভূমি সুন্দরবন।

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বনভূমি সুন্দরবন।


 সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎসমুদ্রমূখী সীমানার অববাহিকায় এই বনভূমি গঙ্গা  ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত  বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ,০১৭ বর্গ কিলোমিটার  রয়েছে বাংলাদেশে সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারাকাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ছোট ছোট দ্বীপ মোট বনভূমির ৩১. শতাংশঅর্থাৎ ,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে
রয়েছে নদীনালাখাঁড়িবিল মিলিয়ে জলের এলাকাবনভূমিটিস্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখিচিত্রা হরিণমহিষ , গন্ডার ,কুমির সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত
 জরিপ মোতাবেক ৫০০ বাঘ ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায় সুন্দরবনে নীল ঘাড় ওয়ালা মাছরাঙারও দেখা মিলে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে বিচিত্র জীববৈচিত্র্যের আধার বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ ১২০ প্রজাতির মাছ২৭০ প্রাজাতির পাখি৪২ প্রজাতির স্তন্যপায়ী৩৫ সরীসৃপ এবং টি উভচর প্রজাতির আবাসস্থল সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্রের মধযে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরীগেওয়া ,গরান এবং কেওড়া   ১৯০৩ সালে প্রকাশিত প্রেইন এর হিসেব মতে সর্বমোট ২৪৫টি শ্রেণী এবং ৩৩৪টি প্রজাতির উদ্ভিদ রয়েছে সেখানে বনভূমির পাশাপাশি সুন্দরবনের বিশাল এলাকা জুড়ে রয়েছে নোনতা মিঠা পানির জলাধারআন্তঃস্রোতীয় পলিভূমি, ,বালুচরবালিয়াড়িবেলেমাটিতে উন্মুক্ত তৃণভূমি এবং গাছ গুল্ম  এলাকা ধারণা করা হয়সুন্দরবনে শিরদাঁড়াওয়ালা মাছ রয়েছে প্রায় ৩০০ প্রজাতির বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে যেমনঠিক তেমনি জাতীয় অর্থনীতিতেও সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস এই বন কাঠের উপর নির্ভরশীল শিল্পে কাঁচামাল জোগান দেয় এছাড়াও কাঠজ্বালানী মন্ডের মত প্রথাগত বনজ সম্পদের পাশাপাশি বন থেকে নিয়মিত ব্যাপকভাবে আহরণ করা হয় ঘর ছাওয়ার পাতামধুমৌচাকের মোমমাছকাঁকড়া এবং শামুক-ঝিনুক উৎপাদনমূখী ভূমিকার পাশাপাশি সুন্দরবনঘূর্ণিঝড়প্রবণ বাংলাদেশের উপকূলবর্তী জনসংখ্যা তাদের সম্পদের প্রাকৃতিক নিরাপত্তাবলয় হিসেবে ভূমিকা রাখে বৃক্ষপূর্ণ সুন্দরবনের এই ভূমি একই সাথপ্রয়োজনীয় আবাসস্থলপুষ্টি উৎপাদকপানি বিশুদ্ধকারকপলি সঞ্চয়কারীঝড় প্রতিরোধকউপকূল স্থিতিকারীশক্তি সম্পদের আধার এবং পর্যটন কেন্দ্র

Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
সম্পাদক: টিটু ইফতেখার
কপিরাইট © 2011. বাংলাদেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন - সর্বসত্ব সংরক্ষিত
টেমপ্লেট সম্পাদনা - আলভী ডিজাইন