অনুসরন করুন


Blogger widgets
IconIcon Icon

vvvv

Home » , , » ঘুরে আসুন বাংলার প্রাচীন রাজধানী মহাস্থানগড়।

ঘুরে আসুন বাংলার প্রাচীন রাজধানী মহাস্থানগড়।

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর মহাস্থানগড়ের বয়স প্রায় আড়াই হাজার বছর বলে প্রত্নতাত্ত্বিকেরা অনুমান করেন
এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল এখানে মৌর্যগুপ্ত পাল রাজাদের প্রাদেশিক রাজধানী ছিল এখানে মৌর্যগুপ্তপালসেন,সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিতঅদূরেইকরতোয়া নদীএর আয়তন প্রায়  বর্গমাইল উত্তর-দক্ষিণে প্রায় ,০০০ ফুট পূর্ব-পশ্চিমে প্রায় ,৫০০ ফুট এর চারপাশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা পাশের ভূমি থেকে দেয়াল ১৫ থেকে ৩৫ ফুট পর্যন্ত উঁচু


এটি ছিল একটি দুর্গ নগর দেয়ালের ভেতরে সারা এলাকা জুড় প্রাচীনকালে অসংখ্য দালান-কোঠা বিশেষ করে বৌদ্ধ হিন্দু যুগের বিভিন্ন মন্দির মঠে পূর্ণ ছিল এর ভেতরে যেসব দর্শনীয় স্থান প্রত্নতাত্ত্বিকরা খনন করে আবিষ্কার করেছে তা হলো-মনির কোনের বুরুজপরশুরামের বাড়ি,খোদার পাথর ভিটমানখালীর কুণ্ডজীবিত কূপ বা জিয়ত কুণ্ড বা জিয়ন কূপবৈরাগীর ভিটবন্দুকধরহাতিবান্ধ,হাতিডোব পুকুর,ধোপাপুকুর বা ধোপা পক্রমনিরঘোনশিলাদেবীর ঘাটগোবিন্দভিটকালিদহ সাগরবিষপত্তন পদ্মার বাড়গোকুলের বেহুল লক্ষীন্দরের মেধ বা মেড়মথুরচিঙ্গাশপুরভীমের জাঙ্গালকাঞ্জিরহাঁড়ি এবং ছেলীরধাপভাসু বিহারসম্রাট ফারুক শিয়ারের আমলের মসজিদ,  গোদার ধাপকানাইয়ের ধাপসহ আরও শতাধিক উল্লেখযোগ্য প্রাচীন ঐতিহ্যএসব ঐতিহ্যের বিবরন পরবর্তীতে বর্ননা করা হবে কেউ কেউ বলেনমহাস্নান থেকে এর নামকরণ কর হয়েছে মহাস্থানগড়আবার কারো মতে মস্তানগড় থেকে নামকরণ হয়েছ
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
সম্পাদক: টিটু ইফতেখার
কপিরাইট © 2011. বাংলাদেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন - সর্বসত্ব সংরক্ষিত
টেমপ্লেট সম্পাদনা - আলভী ডিজাইন