অনুসরন করুন


Blogger widgets
IconIcon Icon

vvvv

Home » , , » বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ।

বঙ্গোপসাগরের কোল ঘেঁসে বিশ্বের দীর্ঘতম অভঙ্গুর প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত কক্সবাজার যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত এটি চট্টগ্রাম শহর থেকে ১৫২ কিঃমিঃ দক্ষিণে অবস্হিত ঢাকা থেকে এর দূরত্ব ৪১৪ কি.মি.কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার পানোয়া  নামেও পরিচিত যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালংকি আধুনিক কক্সবাজারের নাম রাখা হয়েছে ক্যাপ্টেন হিরম কক্স (মৃত্যু ১৭৯৮) এর নামানুসারে যিনি ব্রিটিশ আমলে ভারতের সামরিক কর্মকর্তা ছিলেন
 এটি বাংলাদেশের একটি মৎস্য বন্দরওপর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেলবাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই দুটি পাঁচতারা হোটেল রয়েছে এছাড়া
এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট সীমান্তপথে মিয়ানমার , থাইল্যান্ডচীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট
দীর্ঘ সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজারে সৈকত সংলগ্ন আরও অনেক দর্শনীয় এলাকা রয়েছে যা পর্যটকদের জন্য প্রধান আকর্ষণের বিষয় সৈকত সংলগ্ন আকর্ষণীয় এলাকাগুলোর মধ্যে রয়েছইনানী সমুদ্র সৈকত,হিমছড়ি ইত্যাদিযেগুলোর বিবরন পরবর্তীতে আপনাদের জানাবো
কক্সবাজার শহর থেকে নৈকট্যের কারণে লাবণী বীচ  কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয় নানারকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান যা পর্যটকদের আকর্ষণ করে
কক্সবাজারে বিভিন্ন উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে যা শহরটিকে করেছে আরো বৈচিত্র্যময় এইসব উপজাতিদের মধ্যে চাকমা সম্প্রদায় প্রধান কক্সবাজার শহর এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি আছে এই মন্দির  মূর্তিগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ কেন্দ্রবিন্দু কক্সবাজারে শুধু সমুদ্র নয়আছে বাঁকখালী নামে একটি নদীও এই নদীটি শহরের মৎস্য শিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত


Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
সম্পাদক: টিটু ইফতেখার
কপিরাইট © 2011. বাংলাদেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন - সর্বসত্ব সংরক্ষিত
টেমপ্লেট সম্পাদনা - আলভী ডিজাইন